মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪

দৌলতদিয়ায় হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একজন মাদক কারবারি’কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি উপজেলার উজানচর ইউনিয়ন নতুন পাড়া এলাকার আব্দুল গনি’র ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৬)।

 

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরের পরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে থানা পুলিশের অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন যৌনপল্লীর নূরির গেইট এলাকার বাবুর বাড়ির উঠানের উপর থেকে সাড়ে ৭ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরের পরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনার বিনামূল্যে …