মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
(ক্যাপশনঃপাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়)

পাংশায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৬ অক্টোবর) সকালে “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৬ অক্টোবর) সকালে “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি”

জানা যায়, শুক্রবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন হোসেন, পাট্টা ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী ও যশাই ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …