Friday , 4 April 2025

ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় যুব জোট রাজশাহী মহানগর শুভেচ্ছা বার্তা

॥ রাজশাহী জেলা প্রতিনিধি ॥

জাতীয় যুব জোট রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ ১০এপ্রিল ২০২৪ বুধবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

 

ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল ছিন্নমূল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়।

“ঈদ মোবারক” রমযানের এক মাস রোযার কঠোর সংযম সিয়াম সাধনা আত্মশুদ্ধি শেষে ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়ের সকলের জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব। ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল ছিন্নমূল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়। জাতি—ধর্ম—সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতির বন্ধন ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোযার সংযম সিয়াম সাধনার শিক্ষা মহিমান্বিত হয়।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …