Wednesday , 8 January 2025

নোয়াখালী হাতিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। ২৯শে ডিসেম্বর (রোজ রবিবার) উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল ১০টার সময় উপজেলার চরকিং চরকৈলাশ গ্রামে এই দিবস পালন করা হয়।

 

মাঠ দিবসরে আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বল সুন্দরী বরই চাষে সফলতা নিয়ে আলোচনা করনে। হাতিয়াতে বল সুন্দী বরই চাষের ১০টি প্রদশর্ণী রয়েছে। এতে কৃষক স্বল্প পুজিতে অধিক লাভবান হচ্ছে বলে জানান তারা।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ।এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জি এম ইব্রাহিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রহমত উল্যা, কৃষক মো: শরিফ মিয়া, কৃষক মো: খানসাব, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়ার চরকিং ও চরঈশর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কৃষক। মাঠ দিবসরে আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বল সুন্দরী বরই চাষে সফলতা নিয়ে আলোচনা করনে। হাতিয়াতে বল সুন্দী বরই চাষের ১০টি প্রদশর্ণী রয়েছে। এতে কৃষক স্বল্প পুজিতে অধিক লাভবান হচ্ছে বলে জানান তারা।

Check Also

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের উপর হামলার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা …