Wednesday , 17 September 2025

গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পর্ণ খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পর্ণ খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকায় সময় উপজেলা কোট চত্বরে এক ঘন্টার এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলা পরিচালনা করেন বিশেষ চাহিদা সম্পর্ণ রেফারি মোশারফ হোসেন, খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

খেলায় বিশেষ চাহিদা সম্পর্ণ রতন ও মুন্নাফ গ্রুপ নামে দুইটি দল খেলায় অংশ গ্রহন করেন। খেলায় উভয় দলই এক, এক গোল করে ড্র করে। খেলায় রতন গ্রুপের খেলোয়াড় রতন ও মুন্নাফ গ্রুপের খেলোয়াড় সবুজ একটি করে গোল দেয়। খেলা পরিচালনা করেন বিশেষ চাহিদা সম্পর্ণ রেফারি মোশারফ হোসেন, খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

Check Also

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা …