॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নোয়াখালী সুবর্ণচরে সুবর্ণচরে কাঞ্চন বাজার শর্টপিচ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এ খেলা অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি এডভোকেট ওমর ফারুক বলেন, মাদক ছেড়ে খেলা ধুলায় অংশ নিতে হবে, ছাত্র সমাজ যুব সমাজ যদি খেলা ধুলায় এগিয়ে আসে তাহলে উন্নত জাতী গড়া সম্বব।
স্থানীয় সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমান দিপক,
চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক ফজলু, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতীবিদ অলি উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য রিয়াজু্ল মাওলা চৌধুরী, সাবেক ইউপি সদস্য বাহার হাজারী, কাঞ্চন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সিরাজ। চরজব্বর ছাত্রলীগ আহবায়ক ইয়াছিন আরাফাত প্রমূখ।
ফাইনাল খেলায় অংশ নেয় পরিস্কার বাজার একাদশ বনাম কাঞ্চন বাজার রয়েল স্পোটিং ক্লাব। ১০ ওভার খেলে পরিস্কার বাজার একাদশ ১০৫ রান করে মাঠ ছাড়ে অপরদিকে ১০৫ রানের টার্গেটে নেমে ব্যাটিং করে কাঞ্চন বাজার রয়েল স্পোটিং ক্লাব, ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ৭৯ রান করে তারা। ২৫ রানে পরিস্কার বাজার একাদশ জয় ছিনিয়ে নেয়। খেলার ধারাভাষ্যে ছিলেন, জহিরুল ইসলাম রুবেল
প্রধান অতিথি এডভোকেট ওমর ফারুক বলেন, মাদক ছেড়ে খেলা ধুলায় অংশ নিতে হবে, ছাত্র সমাজ যুব সমাজ যদি খেলা ধুলায় এগিয়ে আসে তাহলে উন্নত জাতী গড়া সম্বব। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।