Wednesday , 2 July 2025

মোংলায় অপারেশন ‘ডেভিল হান্টে’ মহাসড়কে নেভী, কোস্টগার্ড ও পুলিশের চেক পোস্টে তল্লাশি 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

পারেশন ‘ডেভিল হান্টে’ মোংলা-খুলনা মহাসড়কে নেভী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ চেক পোস্টে তল্লাশি শুরু হয়েছে।

 

মোংলা  মহাসড়কের আপাবাড়ি এলাকায় চেক পোষ্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

সোমবার বিকেল থেকে এই তল্লাশি শুরু করেন তারা। এসময় খুলনা মোংলা  মহাসড়কের আপাবাড়ি এলাকায় চেক পোষ্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে আটক করতে পারেনি তারা।

Check Also

হাতিয়ায় ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ টি আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ী কে‌ আটক করেছে কোস্টগার্ড।।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম …