Tuesday , 20 January 2026

সিরাজগঞ্জে অবৈধ দখল মুক্ত করণ “মত বিনিময় সভা “অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ বিকেল ৪ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে – সিরাজগঞ্জ পৌরসভার যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখল মুক্ত করণ, অযান্ত্রিক যানবাহন এর লাইসেন্স করণ সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এমতাবস্থা নিরসনের জন্য, শহরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ, বাস ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, এবং সুধীজনদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত এবং অবৈধ দখল মুক্ত করতে , চলমান অভিযানে দেখা যায়, আজকে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কিন্তু কালকেই আবার দেখা যায়, একই জায়গা দখল করে দোকান চালাচ্ছেন। এমতাবস্থা নিরসনের জন্য, শহরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ, বাস ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, এবং সুধীজনদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় বলেন, এই শহর আপনাদের, আমরা আছি অতিথি মাত্র, তাই আপনাদেরই ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন -মোহাম্মদ কামরুল ইসলাম উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ, গনপতি রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: আসসাদিক জামান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শাহাদাত হুসেইন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), মো: রফিকুল ইসলাম পৌরনির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, মুন্সি জাহেদ আলম, সহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালকবৃন্দ , বাস, ট্রাক, সিএনজি, মালিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে ক্ষুদ্র গ্রামীণ কৃষকদের ক্ষমতায়নে ‘ইচ্ছে’ কর্মসূচির কর্মশালা

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশে টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র …