Wednesday , 11 December 2024

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আক্কাছ আলী তালুকদার (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত আক্কাছ আলী দোহার উপজেলার মধ্য লটাখোলা গ্রামের মৃত রহম আলী তালুকদারের ছেলে।

 

আক্কাছ আলীকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দিলে সটকে পড়ে সেখানেই গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সদরের নিমতলা কালি মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় আক্কাছ আলীকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দিলে সটকে পড়ে সেখানেই গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক সনজিৎ কুমার ঘোষ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …