Saturday , 12 July 2025

মোংলায় সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সার্ভিস বাংলাদেশ’র পক্ষ থেকে “গাছ লাগান, পরিবেশ বাচান”, ” গাছ আমাদের পরম বন্ধু ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বৃক্ষরোপন কর্মসূচি- পালন করা হয়। আজ ৩০ শে আগষ্ট শুক্রবার ,সকাল সাড়ে ৮ টায়, নেছারিয়া খানকা শরীফ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসুচি পালন করা হয়।

 

” গাছ আমাদের পরম বন্ধু ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বৃক্ষরোপন কর্মসূচি- পালন করা হয়।

এসময় ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এ তথ্য নিশ্চিত করেন সংগঠনের তথ্য সম্পাদক রেজা মাসুদ, সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান হাফেজ জাহিদুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কমান্ডার,হাফেজ জোবায়ের,উপদেষ্টা আবু বকর ছিদ্দিক,

সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুর রউফ,যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার,শিক্ষা সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান জাহিদ, পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আকাশ ইসলাম,মাদ্রাসার কোমলমতি ছাত্ররা প্রমূখ। এসময় পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …