Monday , 16 June 2025
ছবিঃ লেখিক সেলিনা রহমান শেলী

কবিতাঃ অমরাবতীর রাজ্য, লেখিকাঃ সেলিনা রহমান শেলী

কবিতা

“অমরাবতীর রাজ্য”

সেলিনা রহমান শেলী

“আজকের বিকেলটা ‘তুমি আমি’র মত সুন্দর।
শোন,
আমরা যখন একসাথে থাকবো,
এমন বৃষ্টির দিনে ছাতা নিয়েও তোমার,
বাহিরে যাওয়া বারন।
ব্যালকনির ঝুল বারান্দায়,
যতটুকু ভেজা যায়, ভিজবো দু’ জন।
তুমি যদি চাও, কফির মগ বা চাইলে,
ধোঁয়া ওঠা গরম চায়ের কাপটা নিয়ে, বসবো দুজন।
আমি বরাবরই কথা বেশি বলি,
বিরক্ত হও না কখনও তুমি।
শোন,
বৃষ্টির দিনে তুমিই একটু বেশি বলো।
বৃষ্টির ছন্দে, কবিতার রঙে
আকঁবো দু’জনার কথোপকথন।
ঝুম বৃষ্টি, ঠান্ডা হাওয়া, ধোঁয়া ওঠা চায়ের কাপ,
আর তোমার আমার আলাপন।
এ যেনো অমরাবতীর রাজ্য,
দুজনার বিচরণ।

 

 

Check Also

পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে রবিবার …