Thursday , 3 July 2025

গোয়ালন্দে গ্রীষ্মকালীন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫১ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

 

এ সময় ইউএনও বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন।পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের পূর্বে স্থাপিত লোহার গোলবারের জন্য নেট প্রদান করেন।

সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক

মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমদ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া , আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে ইভেন্টে বিজয়ীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইউএনও বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন।পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের পূর্বে স্থাপিত লোহার গোলবারের জন্য নেট প্রদান করেন।

Check Also

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কু*পিয়ে হত্যা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে …