Thursday , 21 November 2024

গোয়ালন্দ পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানবন্ধন।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই ) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, গত ২৫ শে মে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ শেখ পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দূর্নীনি দমন কমিশনে ডাক যোগে একটি অভিযোগ করেন। পরবর্তীতে ২৬ শে জুন দুদকের তদন্তের দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশায় উচ্চ আদালতে রিট করেন।

 

 পরবর্তীতে জাল সার্টিফিকেট ধরা পড়লে তিনি সেখান থেকে চাকরিচ্যুত হন। এছাড়া নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলামের দশ বছর আগের ক্রয়কৃত জমিতে জোর করে ঘর উঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মানববন্ধনে বক্তারা বলেন, শহিদ শেখ একজন ভূয়া প্রতিবন্ধী সেজে সরকারি ভাতা গ্রহন করছেন। এর আগে ভূয়া সার্টিফিকেট দাখিল করে আনসার ভিডিপিতে চাকরি নেন। পরবর্তীতে জাল সার্টিফিকেট ধরা পড়লে তিনি সেখান থেকে চাকরিচ্যুত হন। এছাড়া নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলামের দশ বছর আগের ক্রয়কৃত জমিতে জোর করে ঘর উঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পাশাপাশি একটি প্রতিবন্ধী সমিতির প্রায় পৌনে ৫’শ প্রতিবন্ধীদের কয়েক বছরের সঞ্চিত সারে ৪ লাখ টাকা আত্মসাৎ সহ তার বিরুদ্ধে আদালত, থানা,ইউএনও অফিস,পৌরসভা ও এসিল্যান্ড অফিসে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তারা শহীদের শাস্তির দাবি জানান। এ সময় অনেকে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে পোষ্টার- প্লাকার্ড বহন করেন।

মানববন্ধনে পৌর আওয়ামীলীগ, যুবলীগ,মহিলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদ, সকালের গোয়ালন্দ, সুপ্রভাত গোয়ালন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হিরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্তজা হেলাল, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি,

গোয়ালন্দ উপজেলা আওয়ামিলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ,দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক খোকন শেখ, ব্যাবসায়ী নিরন্জন কুমার আগরওয়ালা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …