Wednesday , 3 September 2025

নবাবগঞ্জে মামলা করার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষনকারী গ্রেপ্তার

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে নবাবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৯ (নয়) বছরের শিশু ধর্ষণকারী মোঃ আইয়ুব ভুঁইয়া (৪৭) গ্রেফতার।

 

নবাবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্দ্ধনপাড়া এলাকা হইতে ০৯ (নয়) বছরের শিশু ধর্ষনকারী মোঃ আইয়ুব ভুঁইয়া (৪৭),কে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) শ্যামলেন্দু ঘোষ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ০৭/০৭/২০২৩ খ্রিঃ তারিখ নবাবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্দ্ধনপাড়া এলাকা হইতে ০৯ (নয়) বছরের শিশু ধর্ষনকারী মোঃ আইয়ুব ভুঁইয়া (৪৭),

পিতা- মৃত তাইজুদ্দিন ভুঁইয়া, মাতা- মৃত আমেনা বেগম স্থায়ী: সাং-কুন্ডা (সরকারী আশ্রয়ন প্রকল্প), ইউপি-শোল্লা, থানা- নবাবগঞ্জ, জেলা -ঢাকা, বর্তমান: এ/পি সাং-বর্দ্ধনপাড়া (ইয়ামিন ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া), ইউপি-বক্সনগর, উপজেলা/থানা- নবাবগঞ্জ, জেলা -ঢাকা, বাংলাদেশ কে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …