মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

হাতিয়ায় বিএনপির নেত্রী শামীমা আজিম বলেন দীর্ঘ ১৭বছর অপেক্ষা করেছি ।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

বিবার বিকেলে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুহের মাগফিরাত কামনায় ও আহতদের ‌সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমি হাতিয়ার উন্নয়ন‌ করে জনগণের পাশে‌ থাকব। রাস্তাঘাট নদী ভাঙ্গন রোধ সহ, হাতিয়া কে স্বর্ণ দ্বীপ উপজেলা ঘোষণা করবো।

এসময়‌ হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় কর্মীদের খন্ড খন্ড মিছিলে উপজেলা পরিষদ মাঠের জনসমুদ্র পরিণত হয়।জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি প্রকৌশলী মোঃ ফজলুল আজিম। বিশেষ অতিথি ছিলেন মিসেস শামীমা আজিম ও ফারহান মোহাম্মদ আজিম। এতে বক্তব্য রাখেন, ফজলুল আজিমের সহধর্মিণী মিসেস শামীমা আজিম, সাবেক পৌর বিএনপির সভাপতি কাজি আবদুর রহিম,

সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমি হাতিয়ার উন্নয়ন‌ করে জনগণের পাশে‌ থাকব। রাস্তাঘাট নদী ভাঙ্গন রোধ সহ, হাতিয়া কে স্বর্ণ দ্বীপ উপজেলা ঘোষণা করবো।

এছাড়া ও হাতিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা ক্ষমতায় যেতে চাই না , যারা পূর্বের সন্ত্রাসী করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং দলের নির্দেশনা অনুযায়ী আপনারা কেউ হানাহানি মারামারি লুটতরাজ করবেন না । পরে বেগম জিয়ার রোগ মুক্ত ও তারেক জিয়া কে দেশে ফিরে আনতে ৫ আগষ্ট আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও‌ মোনাজাত করে‌ অনুষ্ঠান সমাপ্ত করেন।সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …