Saturday , 5 July 2025

গোয়ালন্দে মুক্তি মহিলা সমিতির রজতজয়ন্তী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতি( এমএমএস)র রজতজয়ন্তী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার সকাল ১১ টায় মুক্তি মহিলা সমিতির হল রুমে রজতজয়ন্তী ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন,

মুক্তি মহিলা সমিতির সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন,

যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রদীপ কান্তি পাল,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

সভায় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, দেশের বৃহত্তম যৌন পল্লী দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ১৯৯৮ সাল থেকে এ সংগঠন কাজ করে যাচ্ছে।

Check Also

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত …