Thursday , 21 November 2024

মোংলায় শ্রমিক লীগের শ্রমিক সমাবেশ

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলায় সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ মোংরা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার বিকালে চাঁদপাই ইউনিয়নে চৌকিদার মোড় সংলগ্ন দর্শনা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্টিত হয়।

 

বন্দর সুত্রে জানা যায়, বন্দর চ্যানেলে বালু পরে ভরাট হওয়ায় ৯০ দশক থেকে মোংলা বন্দরে দেশ-বিদেশী জাহাজ আসা-যাওয়ায় বিঘ্ন সৃস্টি হয়। পরে মোংলা বন্দরকে মৃত বন্দরে বলে ঘোষনা দিয়েছিল ততকালীন সরকার অর্থাৎ জামায়াত-বিএনপি জোট সরকারের বন্দর মন্ত্রী।

চাঁদপাই ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাহাত ইজারাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু প্রনব গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সমম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,

উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিত কুমার দাস, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফিরোজ শাহ্, সাধারণ সম্পাদক বাবু অনিক চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা, সহ মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোংলা বন্দর সহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। অচল মোংলা বন্দর সচল হয়েছে। কল কারখানা স্তাপন হয়েছে, আমার কর্মে স্থান হয়েছে। বর্তমান সরকার না থাকলে আমাদের অঞ্চল উন্নয়ন হবে না।

মানুষ না খেয়ে অনাহারে-অর্ধাহারে তাকতে হবে, তাই সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সে জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা রামপাল আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে করার আহবান জানানো হয়।

তারা আরো বলেন, আমরা সকল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমাদের অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …