Friday , 18 April 2025
আতাউর রহমান রাজু উল্লাপাড়া,সিরাজগঞ্জ

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার সন্ধ্যা ৬ টায় হ্যাচারি কমপ্লেক্স সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়ার মডেল থানা পুলিশ।

 

তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সুত্রধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Check Also

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই স্কুলের এসএসসি পরিক্ষার্থী !

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল …