Tuesday , 18 February 2025

মামার বাড়িতে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুরের দবিরগঞ্জে মনিরুল ইসলাম (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়।

মনিরুল তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে নানার বাড়িতে থাকতেন তিনি।

মনিরুলের ছোট মামি শিল্পী খাতুন বলেন, ‘সকালে আমি আমার ভাসুর মোন্নাফের বাড়িতে গেলে রান্নাঘরের ভেতরে মনিরুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী জানান, মামা মোন্নাফের বাড়ির রান্নাঘরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মনিরুলের লাশ। তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা ছিল।

পাশেই মোবাইল ফোন বাঁধা ছিল। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়। তার লাশটি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Check Also

সাতক্ষীরায় আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও …