শনিবার , ২৭ জুলাই ২০২৪

গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া এলাকায় কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষক লীগ নেতা কর্মীরা।

৪ জুন রবিবার উপজেলার বাহির চর দৌলতদিয়ার এলাকায় দরিদ্র কৃষক মান্নান শেখের চল্লিশ শতাংশ জমির পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছিয়ে দিলেন তারা।

 

 

কৃষক মো. মান্নান শেখে বলেন, অর্থ ও কৃষি শ্রমিক সংকটের কারনে আমি আমার পাকা ধান কাটতে পারছিলাম না, তখন আমার চল্লিশ শতাংশ পাকা বোরো ধান কেটে দিলেন কৃষক লীগের নেতা কর্মীরা। আমি তাদের কে ধন্যবাদ জানাই।

কৃষক যখন তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বছরেও কেন্দ্রীয় কৃষক লীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।

দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ধান কাটার কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা কৃষক লীগের আহবায়ক মো আবু বককার খান, আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন বাবলু , উপজেলা কৃষক লীগের সভাপতি মো হাবিবুর রহমান হাবিব,

সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক, মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো মুরাদ হোসেন, আবুল হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।

 

কৃষক মো. মান্নান শেখে বলেন, অর্থ ও কৃষি শ্রমিক সংকটের কারনে আমি আমার পাকা ধান কাটতে পারছিলাম না, তখন আমার চল্লিশ শতাংশ পাকা বোরো ধান কেটে দিলেন কৃষক লীগের নেতা কর্মীরা। আমি তাদের কে ধন্যবাদ জানাই।

জেলা কৃষক লীগের আহবায়ক মো আবু বককার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় সারা জেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি চলছে। কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসৃচি অব্যাহত থাকবে।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …