Friday , 18 April 2025
(ক্যাপশনঃপাংশায় রবিবার বিকালে ফারুক হোন্ডার শোরুম উদ্বোধন অনুষ্ঠিত হয়)

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় ফারুক হোন্ডার শোরুম উদ্বোধন

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা শহরের টেম্পু স্ট্যান্ডে রবিবার (১৮ জুন) বিকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ফারুক হোন্ডার শোরুম উদ্বোধন করা হয়েছে।

 

 

পাংশা শহরের টেম্পু স্ট্যান্ডে রবিবার (১৮ জুন) বিকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ফারুক হোন্ডার শোরুম উদ্বোধন করা হয়েছে।

ফারুক হোন্ডা শোরুমের মালিক ফারুক হোসেনের সভাপতিত্বে ও ডিলার ডিভেলপমেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ মো. ইমরান হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এফসিও শাহ মোহাম্মদ আশেকুর রহমান,

আঞ্চলিক কর্মকর্তা আশিকুর রহমান, সংস্থার কর্মকর্তা বশির আহমেদ ও বাগদুলী বাজার বণিক সমিতির সভাপতি কেসমত আলী শেখ প্রমূখ বক্তব্য রাখেন। ফারুক হোন্ডা শোরুমের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফিতা কেটে ফারুক হোন্ডা শোরুমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সব শেষে দোয়া ও কেককাটা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ সু ন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ …