Thursday , 8 January 2026
অবস্থানরত কলেজের শিক্ষকবৃন্দ

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ক্যাডার বৈষম্য নিরসনে নির্দেশনাসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সর্বাত্মক কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এই কর্মসূচির প্রতি একাত্ততা প্রকাশ করে সারা দেশের ন্যায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজে চলছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সর্বাত্মক কর্মবিরতি।

 

আমাদের দাবি সমূহ হলো আত্ম ক্যাডার বৈষম্য, সুপার নিউমারারী পদে পদোন্নতি, অধ্যাপকদের তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা এবং শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদে ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার।

উল্লাপাড়া সরকারি আকবর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাহফুজুল ইসলাম বলেন,আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে অনুশাসন দিলেও তার বাস্তবায়ন এখনো করা হয়নি।

আমাদের দাবি সমূহ হলো আত্ম ক্যাডার বৈষম্য, সুপার নিউমারারী পদে পদোন্নতি, অধ্যাপকদের তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা এবং শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদে ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার।

অত্র কলেজের ইংরাজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হাসান জানান,বাংলাদেশের সিভিল সার্ভিসের সাধারন শিক্ষা ক্যাডার সবচেয়ে বড় একটি ক্যাডার দেশে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে এই ক্যাডারের সদস্যরা আপ্রান চেষ্টা করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।

কিন্ত দুঃখের বিষয আন্তঃক্যাডার বৈষম্যের মধ্যে এই ক্যাডার রয়েছে এই ক্যাডারের কর্মকর্তাদের যথা সময়ে পদোন্নতি এবং নির্ধারিত গ্রেড পাচ্ছে না। তাই সরকারের কাছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের জন্য আহ্বান করছি।

উক্ত কর্মবিরতিতে বক্তব্য রাখেন, অথনীতি বিভাগ সকারীঅধ্যাপক, মো: রফিকুল ইসলাম,গণিত বিভাগ সহকারী অধ্যাপক মো: জাকির হেসেন,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম। অত্র কলেজের শিক্ষার্থীরা জানান, এমনিতেই ক্লাশ কম হচ্ছে তারপর এই কর্মবিরতিতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।

Check Also

উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক …