Wednesday , 11 December 2024

সলংগায় সড়ক র্দুঘটনায় ১ জন নিহত, ২ জন আহত।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ প্রতিনিধি ॥

লঙ্গা থানার ধুবলি ইউনয়িনরে মহেমানশাহী গ্রামে ট্রাক নয়িন্ত্রণ হারিয়ে রুবলে নামে একজন নহিত ও দুইজন আহত।

 

সলংগা মডলে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এনামুল হক  বলেন, ট্রাকটি নয়িন্ত্রণ হাড়ানোর ফলে ঘটনাটরি সুত্রপাত হয়। ফলে ঘটনাস্থলইে এক (১) জনরে মৃত্যু ও (২) জন আহত হয়। আহতরা চকিৎিসাধীন আছনে।

প্রত্যক্ষর্দশীর সূত্রে জানা গেছে, গতকাল বিকালে ৫ টার দকিে থানার মহেমানশাহী ধুবলিরে কালীবাড়ির রাস্তায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে কালর্ভাটে বসে থাকা ৩ জন যুবকরে উপর তুলে দেন।

এতে অত্র গ্রামরে হাবলিরে ছলেে রুবলে (২৪) নহিত ও আহত সাজদেুল নামরে একজনকে সরিাজগঞ্জ সদর হাসপাতালে র্ভতি করা হয়ছে। অপর দকিে মাসুদ নামরে আহত অপর জনকে প্রাথমকি চিকিৎসা দওেয়া হয়ছে।

সলংগা মডলে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এনামুল হক গ্লোবাল সংবাদকে বলেন, ট্রাকটি নয়িন্ত্রণ হাড়ানোর ফলে ঘটনাটরি সুত্রপাত হয়। ফলে ঘটনাস্থলইে এক (১) জনরে মৃত্যু ও (২) জন আহত হয়। আহতরা চিকিৎসাধীন আছনে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …