Tuesday , 18 February 2025

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত লাশ উদ্ধার

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অন্তগত মান্নান নগর-মহিষলুটির মাঝামাঝি রাস্তায় ব্রিজের পাশে পরে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় এলাকাবাসী তাড়াশ সদর থানায় যোগাযোগ করেন বলে গ্লোবাল সংবাদ কে জানান।

 

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মৃত্যুদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাড়াশ সদর থানার তদন্ত ওসি মাহমুদ নূরে আলম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন আমরা খবর পাওয়ার পরে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃত্যু দেহ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মৃত্যুদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক ভাবে বলতে পারছি না এটি হত্যা না আত্মহত্যা। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

Check Also

সাতক্ষীরায় আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও …