বুধবার , ৩০ অক্টোবর ২০২৪

উল্লাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

নিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি ‘বর্তমান সরকারের পতন’ সহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় বিএনপির উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।

 

 

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে আওয়ামীলীগ ‘বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদেথ শান্তি সমাবেশের কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ‘শান্তি সমাবেশথ সফল করতে উপজেলা আ’লীগের সিনিয়র নেতারা দায়িত্ব পালন করেন।

উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসন ও ক্ষমতাশীন দলের হুমকি ধুমকিকে উপেক্ষা করে উপজেলার পঞ্চক্রোশী, লাহিড়ী মোহনপুর, পূণিমাগাঁতী, বাঙ্গালা ও বড়হর সহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করে দলীয় নেতা-কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত শান্তি সমাবেশ উপজেলার ১৪ টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলেই ছিল। জনগণের সেবক হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের জন্য সব সময় কাজ করে যাবে বলে তিনি আরও জানান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Check Also

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনার বিনামূল্যে …