Saturday , 14 December 2024

নবাবগঞ্জে দখল মুক্ত ব্রজ নিকেতন পরিদর্শনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে অবস্থিত প্রায় দেড়শত বছর পূর্বে তৎকালিন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় কর্তৃক নির্মিত ব্রজ নিকেতন নামের নানন্দনিক বাড়িটি বাংলাদেশ সরকারের অর্পিত সম্পতি হিসেবে তালিকাভুক্ত হওয়ার সোমবার বেলা ১১ টায়, সরকারে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথমবারে মতো, ব্রজ নিকেতন পরিদর্শন করেছেন আনুষ্ঠানিকভাবে।

 

অবশেষে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ মমিনুর রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর “ব্রজ নিকেতন” ভবনটি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থাপনা ও সম্পত্তি হিসেবে সরকারের দখলে রয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেন, একটি অশুভ চক্র সুদীর্ঘ বছর ধরে পেশী শক্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শতকোটি টাকা মূল্যের এই বাড়ী ও সম্পত্তি দখল করে রাখে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক,

তার সহোদর অবসরপ্রাপ্ত জেলা জজ আবুল হোসেন, আবুল কালাম খন্দকারসহ তার পরিবারের অন্যান্য সদস্যগণ অবৈধভাবে এই ব্রজ নিকেতন’ দখলে রাখে। অবশেষে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ মমিনুর রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর “ব্রজ নিকেতন” ভবনটি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থাপনা ও সম্পত্তি হিসেবে সরকারের দখলে রয়েছে।

এই দিন দুপুর ১২ টা ৩০ মিনিটে সালমান এফ রহমান এমপি, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর,প্রত্মতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দেসহ প্রত্মতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন,

নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেল এসপি আরিফুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল হালিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার,

নবাবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ওসি সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সালমান এফ রহমান এমপি নবাবগঞ্জ ও দোহার উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

পরে নবাবগঞ্জ ও দোহারে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকক্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। এছাড়া দোহার নারিশা ইউনিয়ন পরিষদ চত্বওে পুনঃ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এছাড়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …