মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

হাতিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ৪ নং নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে, সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী হাতিয়া কন্টিনজেন্ট।

 

উল্লেখ্য প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ড এর মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করাহয় বলে জানান।

গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আমার বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট হইতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি সিমকার্ডসহ ৭৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সকল ফোন এবং সিমকার্ডসমূহ ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

উল্লেখ্য প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ড এর মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করাহয় বলে জানান। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী।

এছাড়াও বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়া অবৈধ অস্ত্র উদ্ধারসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …