Saturday , 14 December 2024

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল গ্রেপ্তার

॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকা নবাবগঞ্জের বিস্ফোরক মামলায় নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, কলাকোপা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী ইব্রাহিম খলিল গ্রেফতার।

 

ওসি মো মমিনুল ইসলাম জানান নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় তাকে ৭ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল আদালত তাকে ২ দিনের রিমান্ড দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে আওয়ামী লীগের পতন পরবর্তী সময়ে নবাবগঞ্জ থানায় করা বিস্ফোরক মামলায় গতকাল রাতে ঢাকার বাসা থেকে হাজী ইব্রাহিম খলিল কে পুলিশ গ্রেফতার করেন বলে জানা গেছে। আজ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত বিস্ফোরক মামলায় ২ দিনের রিমান্ডে ইব্রাহীম খলিল

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবাবগঞ্জ থানায় করা বিস্ফোরক মামলায় কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল কে ৭দিনের জন্য পুলিশি রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। এসময় বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মো মমিনুল ইসলাম জানান নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় তাকে ৭ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল আদালত তাকে ২ দিনের রিমান্ড দেন।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …