Saturday , 12 July 2025
গোয়ালন্দে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার ,ছবি: আবুল হোসেন রাজবাড়ী

গোয়ালন্দে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইনসহ মো. ফিরোজ আহমেদ রুনু (৪৩)
নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে দুই গ্রাম হেরোইন সহ রুনুকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়নের ধোপাখালি এলাকার মৃত আবুল কালাম মোল্লার ছেলে। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে দুই গ্রাম হেরোইন সহ রুনুকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আটককৃত ব্যাক্তি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …