Tuesday , 18 March 2025

গোয়ালন্দে প্রতীক পেয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সির বিশাল শোডাউন

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

নারস প্রতীক পেয়েই বিশাল শোডাউন করেছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বিশাল একটি মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (২ মে) জেলা রিটার্নিং অফিসারের ঘোষনা অনুযায়ী গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে মোস্তফা মুন্সী আনারস প্রতীক পান।

এ দিকে প্রতীক পেয়ে বৃহস্পতিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও উইনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন এলাকা হতে আসা কয়েক’শ নেতা কর্মী যোগ দেন।

মিছিলটি পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়। সেখানে আনারস প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর এলাকাবাসির অংশগ্রহণে কাটাখালী – খালের সমস্যা সনাক্তকরণ, অগ্রাধিকার নির্ধারণ ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ১৮ ই মার্চ ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন …