Saturday , 16 August 2025

ঢাকার দোহার ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ভ্যান চালক আহত

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সোহাগ (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন। আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।

 

এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত সোহাগের ভাই মামুন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মো. কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়।

এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে আহত সোহাগের ভাই মামুন বলেন, আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমি থানায় এসেছি অভিযোগ করতে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

মোংলায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদি উপলক্ষে দোয়া মেনাজাত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা এবং …