মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

চাটখিলে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

॥ জি এম শাকিল, (সোনাইমুড়ী) নোয়াখালী প্রতিনিধি ॥

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়ার প্রতিবাদে চাটখিলে বুধবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

 

এছাড়াও যতোদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে প্রস্তুত থাকতে বলেন।

পৌর ভবনের সামনে মানববন্ধন শেষে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শামীমা আক্তার মেরী ও সাধারন সম্পাদক শারমিন মোহাম্মদ এর নেতৃত্বে চাটখিল-সোনাইমুড়ী সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে।

বক্তারা হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান।

দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য মোকাবেলা করতে আহবান করেন বক্তারা। এছাড়াও যতোদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে প্রস্তুত থাকতে বলেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …