Monday , 1 December 2025
মোঃ হৃদয় হোসাইন

শীতে বিপর্যস্ত মোংলার কর্মজীবি মানুষ সর্ব নিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি

॥ মোঃ হৃদয় হোসাইন, বাগেরহাট প্রতিনিধি ॥

ন কুয়াশা আর হিমেল হাওয়াসহ তীব্র শীতে বিপর্যস্ত মোংলা কর্মজীবি মানুষ। সকালের প্রচন্ড শীতে কাজে যেতে পারছে না মানুষ। তার পরেও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো ছুটছে কাজের সন্ধানে। প্রচন্ড শীতে দুভোর্গ পৌহাচ্ছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ।

 

এছাড়া শীতের মধ্যেও বন্দর, শিল্পাঞ্চল ও ইপিজেড’এ কর্মরত শ্রমিকরা শীতের তিব্রতা মাথায় নিয়ে কাজে বের হতে হচ্ছে। বেলা গড়িয়ে সকাল ১০টার পরেও সুর্যের দেখা মিলছেনা।

রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে মোংলা উপজেলার সব কটি ইউনিয়নের গ্রামাঞ্চল। এতে তীব্র শীত ও হিমেল হাওয়ায় সবচেয়ে দুভোর্গে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো।

মোংলা-পশুর নদী ও সুন্দরবন সংলগ্ন সহ নদীর তীরবর্তী উপকুলীয় এলাকায় সুন্দরবনে মাছ ধরার সাথে জড়িতরা পড়েছে বেশি বিপাকে।

এছাড়া শীতের মধ্যেও বন্দর, শিল্পাঞ্চল ও ইপিজেড’এ কর্মরত শ্রমিকরা শীতের তিব্রতা মাথায় নিয়ে কাজে বের হতে হচ্ছে। বেলা গড়িয়ে সকাল ১০টার পরেও সুর্যের দেখা মিলছেনা।

বাগেরহাট জেলার মোংলা সমুদ্র বন্দর ও উপকুলীয় এলাকায় বৃহস্পতিবার সবনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে মোংলা আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ। তিনি আরো বলেন, চলতি সপ্তাহে সর্ব নিম্ন তাপমাত্র ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ।

Check Also

দেশীগ্রাম ইউপির ৩০৩ জন উপকারভোগীর মাঝে VWB এর চাউল বিতরণ করলেন চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশীগ্রাম ইউনিয়নে রবিবার ৩০ …