শনিবার , ২৭ জুলাই ২০২৪

পাংশায় পুলিশের অভিযানে স্বর্ণের ১০টি বারসহ আটক- ৩

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা-চাঁদপুর গ্রাম থেকে মঙ্গলবার ১৪ই মার্চ ভোরে ৭ কেজি ৩শ গ্রাম ওজনের স্বর্ণের ১০টি বারসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ।

 

 

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ৭ কেজি ৩শ গ্রাম। উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং অপর ১টি বারের ভেতর ৬টি স্বর্ণের ছোট বিস্কুট ছিল।

আটককৃতরা হলো- বাবুপাড়া ইউপির হাজরাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে ছাত্তার শেখ (৩৩), একই এলাকার খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউপির ওসমানপুর গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম ওসমানপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার।


জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়মিত মামলার ২জন আসামী গ্রেফতার করে থানায় ফেরার পথে পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল হালিমের বাড়ীর সামনে পৌঁছিলে পুলিশের টিম দেখে ঘটনাস্থলে থাকা ২জন মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করে। সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ছাত্তার শেখের দেওয়া তথ্য মতে প্রথমে রাস্তার পাশ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। ওই সময় খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ কর্মকর্তারা সেখানে আটককৃত নাহিদুল ইসলামের পরিহিত উভয় জুতার মধ্য হতে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করে।

পরে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে মঙ্গলবার দুপুরে ঘটনায় বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ৭ কেজি ৩শ গ্রাম। উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং অপর ১টি বারের ভেতর ৬টি স্বর্ণের ছোট বিস্কুট ছিল। এ ব্যাপারে পাংশা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …