॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জ জেলার ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে একদিনেই বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় শনিবার রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলকুচিতে ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন বিএনপি ও ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
রায়গঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লাপাড়ায় বিএনপির ১২ ও জামায়াতের ১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাড়াশ থানায় জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এনায়েতপুর থানায় বিএনপি জামায়াতে মোট ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাদপুর থানায় শাহজাদপুরে ৫ বিএনপি ও ৪ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সলঙ্গা থানায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজিপুর থানায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কামারখন্দ থানায় বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চৌহালী থানায় ২৪ ঘণ্টায় ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও সদস্য হামিদ মোল্লা।
বিএনপির নাম প্রকাশে একজন সাধারণ কর্মী বলেন, এখনও গণগ্রেপ্তারের প্রক্রিয়া চলমাম আছে। একটি দেশের প্রশাসনের এই ধরনের একতরফা ধর-পাকড় অত্যন্ত ন্যাক্কারজনক।