মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীতে পোল্ট্রি খমারে আগুনে পুড়ল ২০০০ মুরগি। ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

নোয়াখালীর সদর উপজেলায় রহস্যজনক আগুনে ২ হাজার’ পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত খামার মালিক দাবী করেন।

 

 

প্রায় ২ হাজার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের মসজিদের তোহা হাফেজ গভীর রাত আনুঃ সাড়ে ৩ টার দিকে মুুরগির খামারে আগুন জ্বলতে দেখে আমাদের ডাকা ডাকি করেন।

বুধবার (১৫ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক আব্দুর রহিমের পুত্র হাসান বাপ্পি জানান, আমাদের খামারে প্রায় ৩ হাজার মুরগী ছিল। এর মধ্য প্রায় ২ হাজার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের মসজিদের তোহা হাফেজ গভীর রাত আনুঃ সাড়ে ৩ টার দিকে মুুরগির খামারে আগুন জ্বলতে দেখে আমাদের ডাকা ডাকি করেন।

আমরা ঘর থেকে বের হয়ে খামারর ছুটে আসি। আগুন নেভানোর চেষ্টা করি। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো খামারে ছড়িয়ে পড়ে। এবং জীবন্ত মুরগি গুলো আগুনে জ্বলসে পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় এলাকাবাসীর ছুটে এসে আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাপি জানান, কেউ ষড়যন্ত্র করে খামারে আগুন লাগিয়েছে। কারন আগুন জ্বলার সময় দুজন দুর্বৃত্তকে মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে তোহা হুজুর দেখেছেন ।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল বলেন, ভোর রাতের দিকে স্থানীয় লোকজন আবদুর রহীমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখে। সঙ্গে সঙ্গে তারা সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

পরে স্থানীয় লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ মালিকের বরাত দিয়ে তিনি দাবি করেন এতে প্রায় ২ হাজার’ মুরগি আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাবে না। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে। ধারণা হচ্ছে ১ হাজার অধিক মরুগি আগুনে পুড়ে মারা গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …