Saturday , 14 December 2024

১০নং গল্লাই ইউনিয়নে বিশ্ব শান্তি কল্পে ২৪ প্রহর ব‌্যাপি ৪৭তম বাৎসরিক সার্বজনীন অখন্ড উদযাপন

॥ বাবু মীর, কুমিল্লা জেলা প্রতিনিধি ॥

০নং গল্লাই ইউনিয়ন পরিষদের আওতাধীন হিন্দু সম্প্রদায়ের করইয়া শ্রী শ্রী হরিনাম সংঘের উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে ২৪ প্রহর বেপি ৪৭তম বাৎসরিক সার্বজনীন অখন্ড উদযাপন।

 

 

আজ রবিবার সকালে সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় শ্রম দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজয় চন্দ্র সরকার,

শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। করইয়া পূর্ব পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ স্বর্গীয় রাখাল চন্দ্র সরকার মাস্টারের বাড়িতে অনুষ্ঠানটি উৎযাপিত হয়। আজ রবিবার সকালে সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় শ্রম দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজয় চন্দ্র সরকার,

রতন চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার , ডাক্তার গীতু চন্দ্র সরকার মন্তুসচন্দ্র সরকার কচুয়া উপজেলার অতিথি বৃন্দ । সার্বিক ও আর্থিক সহযোগিতায় নিজস্ব অর্থ তহবিল থেকে এই অনুষ্ঠান পরিচালনা করেন দিলীপ চন্দ্র সরকার ও নেপাল চন্দ্র সরকার।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …