শুক্রবার , ২৬ জুলাই ২০২৪

বিদেশী জাহাজ থেকে মালামাল পাচারের সময় অস্ত্র সহ ৩ দৃর্বৃত্ত আটক, জেল হাজাতে প্রেরণ

॥ মোংলা প্রতিনিধি ॥

মোংলায় বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে মুল্যবান মালামাল পাচারের সময় অস্ত্র সহ ৩ দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড। আটক এ ৩ জনের মধ্যে থেকে দুই জনকে শুক্রবার রাতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

 

এসময় একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা মেশিনারিজ পণ্য যা (গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং মেটারিয়াল ২২ বক্স, মেটালিক ফ্যান লোবার ৯টি, জয়েন্ট বুশ ১০টি, ও ১টি ইঞ্জিন চালিত বোট বোঝাই করে কোস্টগার্ড দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, ২৩ ডিসেম্বর শুক্রবার রাতে বন্দরের পশুর চ্যানেলে অবস্থারত বিদেশী জাহাজ থেকে মুল্যবান মালামাল পাচার হচ্ছে গোপন এমন খবর আসে কোস্টগার্ডের কাছে। এ সংবাদের সুত্রধরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবন সংলগ্ন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায় তারা।

এসময় একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা মেশিনারিজ পণ্য যা (গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং মেটারিয়াল ২২ বক্স, মেটালিক ফ্যান লোবার ৯টি, জয়েন্ট বুশ ১০টি, ও ১টি ইঞ্জিন চালিত বোট বোঝাই করে কোস্টগার্ড দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এগুলো জব্দ করা হয়।

 

এসময় অবৈধ এ কাজের সাথে জড়িত মোংলা পোর্ট পৌর শহরের বাসিন্দা পাচারকারী আল-আমিন (৩৪), আশিক (৩২) ও আরিফ (২৮) এ তিন জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে নগদ ১ লাখ ৩২ হাজার ১৬০ টাকা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করে কোস্টগার্ড।

আটক কৃতদের মধ্যে আল-আমিন ও আশিককে শুক্রবার রাতে মামলা দায়ের শেষে মোংলা থানায় হস্তান্তর করলে আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …