Saturday , 18 January 2025

নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদন্ড

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জে মাদক সেবন দায়ে তিনজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।

 

 

রাতে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বান্দুরা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (৩০), শফিউদ্দিনের ছেলে মো. হোসেন (৩২) ও কলাকোপা ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে কাজল শেখ (৩৪)।

সুত্র জানায়, মাদকের বিরুদ্ধে অভিযানকালে মাঝিরকান্দা এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুদ রানা ও মো. হোসেনকে আটক করা হয়। অপরদিকে, একই অপরাধে কলাকোপা কোকিল প্যারি স্কুলের পেছন থেকে কাজল শেখ নামে একজনকে আটক করা হয়।

পরে রাতে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

সুবর্নচরে চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাংচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের …