শনিবার , ২৭ জুলাই ২০২৪

গোয়ালন্দে এক রাতে ৪টি গরু চুরি

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নগর রায়ের পাড়ায় কর্ণধর বিশ্বাস নামের এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারী) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্থের ছোট ভাই সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, আমার দাদার বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখি গোয়াল ঘরে থাকা ৬ টি গরু নাই।

জানা যায়, প্রতিদিনের মত বুধবার রাতেও কৃষক কর্নধর বিশ্বাস গোয়াল ঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং ভিতরে থাকা ৬ টি গরুর একটিও নেই। এরপর আশপাশে
খোজাখুজির এক পর্যায়ে তার বাড়ির পিছনে ফসলের মাঠে কাদামাটিতে দুটি গরু পরে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, চোর চক্র ৬ টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গরুর কাদামাটিতে আটকে গেলে ওই দু’টি ফেলে রেখে বাকি ৪ টি নিয়ে চলে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক কর্নধর বিশ্বাস বলেন, খোয়া যাওয়া চারটি গুরুর আনুমানিক দাম ৪ লাখ টাকার উপরে হবে। এতে আমি নিঃস্ব হয়ে কিভাবে সংসার চালাবো তা ভাবতে পারছি না। ক্ষতিগ্রস্থের ছোট ভাই সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, আমার দাদার বাড়ি থেকে
কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখি গোয়াল ঘরে থাকা ৬ টি গরু নাই।

পরে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পিছনে ফসলের মাঠের কাদা মাটিতে দুটি গরু অসুস্থ অবস্থায় পাই। সারারাত কাদামাটিতে থেকে একটি গরু হাটতে পারছিল না। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গরু চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তবে ঘটনাটি জানার পর ইতিমধ্যে খোয়া যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …