॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার ১৭ মার্চ ২৩ইং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
পরে রাসুলের শানে দরুদ, পবিত্র কুরআন শরীফের সুরা পাঠ করে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে তবরক বিতরন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নোয়াখালী জেলা পরিষদের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী সফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ সাবেক সহ- সভাপতি ইকবাল হোসেন আরজু, পৌর আওয়ামী লীগ নেতা আশেক মাহমুদ শাহীন, রেদোয়ানুল করিম রেদোয়ান,
পৌর আওয়ামী লীগ নেতা রাজীব হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা,ফরহাদ কিসলু, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ ইউছুফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি বেলায়েত হোসেন রয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোমেল মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিবুল হোসেন শান্ত সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার কোমলমতি কোরআনের হাফেজ গন। পরে রাসুলের শানে দরুদ, পবিত্র কুরআন শরীফের সুরা পাঠ করে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে তবরক বিতরন করা হয়।