Saturday , 21 December 2024
(ক্যাপশনঃ পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এমপি জিল্লুল হাকিম)

পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৪ জুন) বিকালে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্র প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলায় পাংশা উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।

 

 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের বিবরণ তুলে ধরেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বারোপ করেন তিনি।

জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর পরিচালক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের বিবরণ তুলে ধরেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বারোপ করেন তিনি। পাংশা উপজেলায় স্টেডিয়াম প্রতিষ্ঠার প্রতিশ্রতি ব্যক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান এমপি জিল্লুল হাকিম।

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার ভবন নিমার্ণে ১০লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন। ব্যারিস্টার সুমন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ফুটবলের জাগরণ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন।

পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইয়ামিন আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার,

রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান, এ্যাডভোকেট তুহিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে চ্যাম্পিয়ন ট্রফি ও পাংশা উপজেলা ফুটবল একাদশকে রানার্স আপ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার মো. শাজাহানুল হক জুয়েল মাস্টার। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সায়েদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন নাজমুল হক নান্নু, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ সানি ও মোসলেম উদ্দিন মনির মাস্টার। কয়েক হাজার দর্শক আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন। মাঠ ভরা দর্শকের বিশেষ আকর্ষণ ছিল ব্যারিস্টার সুমন।

Check Also

বস্তায় আদা চাষে সফল রত্না, এবার ঝুঁকেছেন আলু ও পেঁয়াজে

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চকরসুল্লাহ গ্রামের …