॥ সুমন চৌধুরী, রাজশাহী প্রতিনিধি ॥
আজ ১৫/৭/২০২৩ শনিবার বিকেল পাঁচটায় জাতীয় যুব জোট রাজশাহী মহানগর কার্যালয়ের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন যুব জোট কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন সভাটি সঞ্চালনা করেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী।
বক্তারা বলেন সরকারি ছাতার তলে আশ্রয় প্রশ্রয় বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান শামসু আরো বক্তব্য রাখেন জাতীয় যুব জোট জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দেলু সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,
আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু কুষ্টিয়া দৌলতপুর ইউনিয়নের জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জাতীয় যুব জোট রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ টুটুল,মহানগরের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তাওহীদ হাসান
যুব নেতা মোঃ সাইফুল ইসলাম সজীব যুব নেতা মোঃ রাসেল প্রমুখ । বক্তারা বলেন সরকারি ছাতার তলে আশ্রয় প্রশ্রয় বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে। বাজার সিন্ডিকেট ধংস করে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে চাল ডাল তেল মরিচ সহ নৃত্য পণ্যের দাম কমাতে হবে।
বাজার সিন্ডিকেট যারা গড়ে তুলেছে তারা কোন দলের নয় দেশের নয় জনগণের শত্রু তারা। এরা হলো নব্য রাজাকার এদের অতি দ্রুত বিচার করতে হবে।
রাজশাহী নগরপিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র মহোদয় তার নির্বাচনী ইশতেহারে প্রধান বিষয় ছিল উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান।ইশতেহার জাতীয় যুব জোটের প্রাণের দাবি প্রতিফলিত হয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।