॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে লটারির মাধ্যমে ৩২ জন মৎস্যজীবীকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এ বাছুরগুলো বিতরন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ বাছুরগুলো বিতরন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নিবাহী কর্মকর্তা জোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস প্রমূখ।