Wednesday , 16 April 2025

গোয়ালন্দে ধান-চাল -গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারীভাবে বোরো ধান,চাল ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর উদ্বোধন করেন।

 

 খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, এ বছর ৪৫ টাকা কেজি দরে ৫৯ টন চাল, ৩২ টাকা কেজি দরে ৩১৪ টন ধান এবং ৩৪ টাকা কেজি দরে ১২৮ টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল নির্ধারিত মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী, মিলার হারুনুর রশিদ প্রমূখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, এ বছর ৪৫ টাকা কেজি দরে ৫৯ টন চাল, ৩২ টাকা কেজি দরে ৩১৪ টন ধান এবং ৩৪ টাকা কেজি দরে ১২৮ টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল নির্ধারিত মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে।

Check Also

নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে …