সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
পাংশায় সোমবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়

পাংশায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশায় সোমবার (২৭মে) সকাল ১১টায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের পাংশা শাখার ম্যানেজার শেখ আফজাল হোসেন। উপস্থাপনা করেন ব্যাংকের সেকেন্ড অফিসার মেহেদী হাসান সিদ্দিকী।

সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের কর্মী ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক পংকজ কান্তি দাস বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের পাংশা শাখার ম্যানেজার শেখ আফজাল হোসেন। উপস্থাপনা করেন ব্যাংকের সেকেন্ড অফিসার মেহেদী হাসান সিদ্দিকী। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পাংশা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …