Thursday , 3 April 2025

রাজবাড়ীর গোয়ালন্দে পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

গত দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা পরবর্তীতে যেন কেউ আমাদের হিন্দুদের উপর অত্যাচার করতে না পারে সেদিকে দৃষ্টি দেওযার আহবান জানাচ্ছি।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহবাবায়ক নির্মল কুমার চক্রবর্তী,
গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর কার্তিক ঘোষ,গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল,

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ শাখার সাধারণ সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, সহ- সভাপতি শুকুমার মন্ডল, পৌর শাখার সাধারণ সম্পাদক সুজিত কুমার,সুধীর বিশ্বাস প্রমুখ। বক্তব্যরা বলেন, গত দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা পরবর্তীতে যেন কেউ আমাদের হিন্দুদের উপর অত্যাচার করতে না পারে সেদিকে দৃষ্টি দেওযার আহবান জানাচ্ছি।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …