Tuesday , 18 March 2025

হাতিয়ায় মেঘনার উপকূল থেকে পঁচেগলিত একটি লাশ উদ্ধার

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধিঃ ।।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের পর্যটন এলাকা কমলার দীঘি সংলগ্ন মেঘনা উপকূল থেকে মঙ্গলবার দুপুরে একটি গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।

 

এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে হাতিয়া থানার ওসি জানান,আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অজ্ঞাত নামা লাশ টি জেলা সদরে প্রেরণ করা হবে।

 বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ আমির‌ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে গলিত একটি লাশ কমলার দীঘি সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গলিত ভাসমান লাশটি উদ্ধার করেন ।

এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে হাতিয়া থানার ওসি জানান,আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অজ্ঞাত নামা লাশ টি জেলা সদরে প্রেরণ করা হবে।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর এলাকাবাসির অংশগ্রহণে কাটাখালী – খালের সমস্যা সনাক্তকরণ, অগ্রাধিকার নির্ধারণ ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ১৮ ই মার্চ ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন …