রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪

হাতিয়ায় মেঘনার উপকূল থেকে পঁচেগলিত একটি লাশ উদ্ধার

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধিঃ ।।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের পর্যটন এলাকা কমলার দীঘি সংলগ্ন মেঘনা উপকূল থেকে মঙ্গলবার দুপুরে একটি গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।

 

এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে হাতিয়া থানার ওসি জানান,আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অজ্ঞাত নামা লাশ টি জেলা সদরে প্রেরণ করা হবে।

 বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ আমির‌ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে গলিত একটি লাশ কমলার দীঘি সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গলিত ভাসমান লাশটি উদ্ধার করেন ।

এখনো লাশটির নাম পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে হাতিয়া থানার ওসি জানান,আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অজ্ঞাত নামা লাশ টি জেলা সদরে প্রেরণ করা হবে।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …