Sunday , 23 March 2025

হাতিয়ায় ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

॥ আরজু আরা, হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর হাতিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া দীর্ঘদিন পলাতক থাকা ১৭ বছরের জিআরসাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

 

উক্ত আসামী অস্ত্র আইনের 19-A ধারায় ১০ বৎসর এবং 19(f) ধারায় ০৭ বৎসর সহ সর্বমোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত আসামী।

এএসআই (নিঃ) মোঃ রিমন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ০৬/০৪/২০২৪ ইং তারিখ সকাল বেলা ০৯.০০ ঘটিকার সময় চট্রগ্রাম জেলার হালিশহর থানাধীন ছোটপোল এলাকা হতে জিআর সাজা-১২৩৩/২০০০ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাহজাহান, পিতা-মৃত মুর্শিদের রহমান, সাং-বিরবিরি, ১০নং জাহাজমারা ইউপি, থানা-হাতিয়া জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামী অস্ত্র আইনের 19-A ধারায় ১০ বৎসর এবং 19(f) ধারায় ০৭ বৎসর সহ সর্বমোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত আসামী। পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিসান আহমেদ।

Check Also

স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ মা নবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে ফেসবুক বন্ধুদের অর্থায়নে দোয়া …