মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

দৌলতদিয়ায় কৃষকলীগের উদ্যোগে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ,ধর্মঘটসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককর খান,

বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন প্রামনিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাজেদ মন্ডল,

সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল সরদার, দৌলতদিয়া ঘাট শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরাল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম।

বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …